সারা বিশ্বে চলমান খাদ্য ঘাটতি নিয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
শনিবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন।
ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সারা বিশ্বেই খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। এটিই এখনকার চ্যালেঞ্জ। এরই মোকাবিলার জন্য বাংলাদেশকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আরো মনযোগী হতে হবে।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। দেশটির ওপর বেশ কয়েকটি ইস্যুতে অবরোধ আরোপ করেছে ইইউ। রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফেরত নেয়, সেই লক্ষ্যে তারা আরও চাপ অব্যাহত রাখবে।
+ There are no comments
Add yours