নুরুল আবছার নূরী
ফটিকছড়ি ২১নং খিরাম ইউনিয়নের মধ্যম খিরাম নুরনগর পাড়ার খোরশেদ আলমের মেয়ে জিশা মনির বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
তার বয়স ১৭ বছর প্রায়। তার বাবা এলাকার বাইরে থাকায় উপস্থিত কনের মামা মুহাম্মদ জাহেদুল আলমকে সরকারি নির্দেশ অমান্য করায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও বাল্য বিবাহ অনুষ্ঠানের জন্য বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় সর্বমোট ৫০০০ টাকা জরিমানা প্রদান করা হয়। নোটারী পাবলিকের মাধ্যমে কোর্টে বিবাহ সম্পন্ন হয় বলে কনে জানান। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এটি এম কামরুল ইসলাম। জরিমানার পাশাপাশি উপস্থিত সর্বসাধারণের উপস্হিতিতে বিয়ের প্যান্ডেল তাৎণিকভাবে ভেঙে দেন এবং কাজী সাহেবকে আইনত বয়স পুর্তির আগে বিয়ে রেজিস্ট্রেশন না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশ, স্থানীয় ইউপি মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
+ There are no comments
Add yours