কম্বোডিয়ার রাজধানী নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সড়কটির উদ্ধোধন করেন।
সড়ক উদ্ধোধন অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ও নমপেন প্রদেশের গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, গত বছরে ফিলিস্তিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়। দেশটির প্রাচীন ঐতিহ্যবাহী শহর হেবরনের একটি রাস্তার নাম বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়। ২০২০ সালের শেষের দিকে মরিশাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়ক উদ্বোধন করা হয়। দিল্লি ও কলকাতায় বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াতে বঙ্গবন্ধুর নামে সড়ক করার প্রস্তাব রয়েছে বাংলাদেশের।
+ There are no comments
Add yours