সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ সাত দফা দাবিতে আগামী ২২ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম শাখা এই সমাবেশের আয়োজন করা হয়৷ সমাবেশ শেষে একটি মিছিল আন্দরকিল্লা হয়ে লালদিঘী ময়দানের মোড়ে এসে শেষ হয়।
সংগঠনের দাবিগুলো হলো-
- সংখ্যালঘু সুরক্ষা আইন
- বৈষম্য বিলোপ আইন
- দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন
- জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন
- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন
- পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন
- সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন
ধর্মের পবিত্রতা স্বার্থে পবিত্র ধর্মকে রাজনীতির সাথে যুক্ত না করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, স্বাধীনতার অর্ধশতক পর সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, রাষ্ট্র, রাজনীতি ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সামগ্রিক পরিস্থিতি ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে ভয়াবহ বিপর্যয় ও ভবিষ্যৎ অনিশ্চতার দিকে ঠেলে দিয়েছে।
+ There are no comments
Add yours