আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার (১৭ জুলাই) থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
প্রথমদিন ৪ ধাপে আলাদাভাবে চারটি দলের সঙ্গে সংলাপের বসবে ইসি। চারটি দল হলো- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
তবে প্রথম দিনের সংলাপে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) অংশগ্রহণ করছে না বলে জানা গেছে। ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে, ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন ১৭ জুলাই সকাল সাড়ে দশটায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে ইসির সংলাপ শুরু হবে। শেষ দিনে ৩১ জুলাই বিকেল তিনটায় বাংলাদেশ আওয়ামী লীগ এর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে সংলাপ শেষ হবে।
ইসির সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবং অন্যতম বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপ করবে কমিশন। অনগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে একঘণ্টা করে সংলাপ করবে ইসি।
+ There are no comments
Add yours