বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা, তিনি ফিরেছিলেন বলেই দেশে গণতন্ত্র ফিরেছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১৭ জুলাই) বিকেলে যুব মহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, এক এগারোর সরকার তার দেশে ফেরার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। তাকে হুমকি দেওয়া হয়েছিল, দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যা করা হবে বা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। তাকে ২১ বার হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু শেখ হাসিনা দমে যাননি, ভয় পাননি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশে ফিরেছিলেন। আর তিনি ফিরেছিলেন বলেই দেশে গণতন্ত্র ফিরেছিল।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এক এগারোর সময়ে কারাবন্দি অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন পরিকল্পনা এঁকেছিলেন। সে সময়ে কারাগারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইনজীবী। তখন শেখ হাসিনা তাকে একটি খাতা দেখিয়েছিলেন যেখানে কোন সালে কী উন্নয়ন করবেন, দেশকে কী অবস্থায় নিয়ে যাবেন সেই পরিকল্পনা তিনি লিখে রেখেছিলেন। আর তার ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল দিন বদলের সনদ তথা ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার।
+ There are no comments
Add yours