১৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ বার্ষিক সাধারণ সভা (চলতি বোর্ডের দ্বিতীয় এজিএম) অনুষ্ঠিত হবে।
রাজধানীর কাওরান বাজারের সোনারগাঁ হোটেলে বেলা ১১টায় শুরু হবে এজিএমের মূল কার্যক্রম। আমন্ত্রিত কাউন্সিলরদের দাওয়াত দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে বিভাগীয় পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের উপস্থিতি নিশ্চিত করতে। এজিএমে আমন্ত্রিত কাউন্সিলরের সংখ্যা প্রায় ১৬৬ জনের কাছাকাছি। কয়েকজন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, অনেকেই ব্যক্তিগত কারণে এদিন উপস্থিত থাকতে পারবেন না। অনেকেই দেশের বাইরে থাকায় এজিএমে যোগ দিতে পারবেন না। যারা আসবেন, তাদের থাকার জন্য বন্দবস্ত করা হয়েছে বোর্ড থেকে।
ঢাকার বাইরের কাউন্সিলরদের অনেকেই আগামীকাল সোমবার ঢাকায় আসবেন বলে জানা গেছে। তাদের জন্য বিসিবির পক্ষ থেকে সোনারগাঁ হোটেলে কক্ষ বরাদ্দ করা হয়েছে।
বিসিবির এক পরিচালক বলছিলেন, ‘এবারের এজিএমে কাউন্সিলরদের জন্য একটা সম্মানী থাকবে আর গিফট হিসেবে একটা মোবাইল থাকবে। সবাই আসবে ধরেই আমরা জিনিসগুলো প্রস্তুত করছি। কেউ যদি কোনো কারণে না আসতে পারেন, সেটি পরবর্তীতে সিদ্ধান্ত হবে, তাদেরকে জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হবে নাকি তারা এসে নিয়ে যাবে।’
+ There are no comments
Add yours