চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পঞ্চমবারের মতো পিছিয়েছে। আজ (১৭ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল।
কিন্তু মো. দিদারুল আলম মাসুমসহ ৫ আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন করে শুনানির জন্য সময়ের আবেদন করেন। এই মামলায় ২৪ জন আসামির মধ্যে মো. মামুন ছাড়া বাকিরা জামিনে আছেন। মো. মামুন কারাগারে আছেন।
বিচারক উভয় পক্ষের শুনানি শেষে শেষবারের মতো সময় মঞ্জুর করেন। এরপর ৬ সেপ্টেম্বর পুনরায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন আদালত।
আজ আসামি মো. দিদারুল আলম মাসুম, আবু জিহাদ সিদ্দিকী, মাঈনুদ্দীন হানিফ টিপু সুলতান ও মো. শামীম মামলা থেকে অব্যাহতির আবেদন করে শুনানির জন্য সময়ের আবেদন করেন।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। পরে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
+ There are no comments
Add yours