পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তায় এক ব্যাটালিয়নের ৩০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে সেতুর টোলপ্লাজায় ৩৭ জন সদস্য দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১৮ জুলাই) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম।
তিনি বলেন, বর্তমানে ৪ হাজার ৯৮৩টি গার্ডে ৫৩ হাজার ৩৬৯ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছে।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা কমান্ডার মোস্তাক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারজানা খানম, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক আহমেদ সরকার প্রমুখ।
+ There are no comments
Add yours