টানা তৃতীয় বারের মত করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও খবর বাংলা ২৪ এর সম্মানিত প্রধান উপদেষ্টা ডাঃ শেখ শফিউল আজম। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও।
রবিবার (১৭ জুলাই) খবর বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বর্তমানে করোনার উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
তিনি রাউজানের উরকিরচর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। চটগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের এই নেতা (সাবেক সদস্য ও সাংগঠনিক সম্পাদক) চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক ইউনেস্কো পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের দায়িত্ব নেওয়ার পর সেখানে মিডওয়াফারি ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। সম্প্রতি তিনি জেমিসন মেটার্নিটির সঙ্গে একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিএমএ’র ভাইস চেয়ারম্যান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, প্রাইমারী চিকিৎসক সোসাইটির উপদেষ্টা, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার এসোসিয়েশনের(বিপিএমপিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি করোনাকালে সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
+ There are no comments
Add yours