ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা এড. আবু নাছের তালুকদার বলেছেন- এদেশের যে কোন নির্বাচন এখন অনেকটা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে।
নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, অনৈতিক পেশীশক্তির চর্চা, কেন্দ্র দখল, ক্ষমতার প্রভাব বিস্তার, ভোটকেন্দ্রে ত্রাস সৃষ্টির মাধ্যমে ভীতির সঞ্চার করা, কালো টাকার অবাধ ব্যবহারসহ ইত্যাকার নানাবিধ কারণে গোটা নির্বাচনী ব্যবস্থাপনা-ই আজ সংকটাপন্ন। ফলে নির্বাচনী আমেজ-আবহ, ভাবগাম্ভীর্যতা ও উৎসবমুখরতা ক্রমশঃ বিলুপ্তির দিকে। ফলে এক্ষেত্রে প্রতিনিয়তই তৈরী হচ্ছে জনগণের আস্থার সংকট। এমনকি যার নেতিবাচক পরিণতিতে ক্রমাগত ভোটকেন্দ্র বিমুখ হয়ে পড়ছে ভোটাররা।
যা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনের চলমান সংলাপ যাতে গতানুগতিকতার বলয়ে আবদ্ধ হয়ে না পড়ে তজ্জন্য নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক দ্বাদশ সংসদ নির্বাচন উপহার দেয়ার মাধ্যমে কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধারে সচেষ্ট থাকতে হবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা স ম হামেদ হোসাইন বলেছেন- অপসংস্কৃতির করাল গ্রাসে আমাদের গোটা সমাজ ব্যবস্থাই ক্ষত-বিক্ষত।
যুব সমাজের বল্গাহীন আচরণ ও বেপরোয়া চালচলন দেখলে মনে হয় না আমরা একটা সভ্য দেশের বাসিন্দা। বেহায়াপনা, বেলেল্লাপনা, হিপ্পিগিরী, নোংরামী, অশ্লীলতা উন্মত্ততা ইত্যাকার বিষয়াদি আমাদের সংস্কৃতিতে মিশে একাকার হয়ে গেছে। ফলশ্রুতিতে আমাদের চিরায়ত সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা আজ নির্বাসিত। তরুণ-তরূণীরা ক্রমাগত ঝুঁকে পড়ছে পাশ্চাত্যের এ ঘৃণ্য সভ্যতার প্রতি।
ক্রমবর্ধমান এহেন নৈতিক পদস্খলন ভবিষ্যত প্রজন্ম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে বলে তিনি মন্তব্য করেন।
সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী বলেছেন- চট্টগ্রাম দেশের সিংহভাগ রাজস্বের যোগানদাতা হলেও উন্নয়ন -অগ্রগতির ক্ষেত্রে এখনও অপেক্ষাকৃত পশ্চাৎপদ।
তিনি চট্টগ্রামের দূঃখ জলাবদ্ধতা নিরসনে সরকারের পক্ষ থেকে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অদ্য ১৮ জুলাই ২০২২ সোমবার সন্ধ্যা ৬টায়৷
জামালখান প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও প্রশিক্ষণ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা এডভোকেট আবু নাছের তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা স ম হামেদ হোসাইন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা খ ম জামাল উদ্দীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলম রাজু, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু ছালেহ, মাওলানা মুহাম্মদ আবদুর রহিম তৈয়বী, কাজী মুহাম্মদ মুফিজুর রহমান সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, লায়ন মোহাম্মদ এমরান, মুহাম্মদ ইলিয়াস খান ইমু, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, কাউসারুল ইসলাম সোহেল, মুহাম্মদ মনির উদ্দিন, রাসেদুল আলম রাসেল,মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
+ There are no comments
Add yours