নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নাসির নগরের ঘটনার ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন আমির হোসেন আমু।
সোমবার (১৮ জুলাই) কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু এ মন্তব্য করেন।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আমু বলেন, জ্বালানি সংকট এখন বৈশ্বিক সমস্যা। জনগণের কথা চিন্তা করে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করে ১৪ দল।
আমির হোসেন আমু বলেন, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনায় ১৪ দল বিব্রত। নড়াইলের ঘটনা সাম্প্রদায়িক শক্তির উত্থান। এর আগে তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরসহ অনেক জায়গায় এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। এটি দেশকে অস্থিশীল করার চক্রান্ত। বৈঠক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours