ইসি’র সঙ্গে কার বৈঠক কবে? জেনে নিন

Estimated read time 1 min read
Ad1

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি।

ইসির ধারাবাহিক সংলাপ অনুযায়ী আজকেও চারটি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সাড়ে ১০ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সংলাপ শুরু করবে ইসি।

এরপর ইসলামী ঐক্য জোটের সঙ্গে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত, বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সঙ্গে ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে।

আগামীতে যাদ্দের সাথে বৈঠক ইসি’রঃ

১৯ জুলাই মঙ্গলবার-

  • বাংলাদেশ কল্যাণ পার্টি
  • ইসলামী ঐক্যজোট
  • বাংলাদেশ খেলাফত মজলিস
  • বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল)

২০ জুলাই সময় পেয়েছে-

  • গণতন্ত্রী পার্টি
  • বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

২১ জুলাই পেয়েছে-

  • বাংলাদেশ তরিকত ফেডারেশন
  • বাংলাদেশ জাতীয় পার্টি
  • জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ
  • গণফ্রন্ট

২৪ জুলাই সময় পেয়েছে-

  • বাংলাদেশ খেলাফত আন্দোলন
  • জাতীয় পার্টি-জেপি
  • জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি
  • ইসলামী ফ্রন্ট বাংলাদেশ

২৫ জুলাই তালিকায় রয়েছে-

  • বাংলাদেশ মুসলিম লীগ
  • বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
  • বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ
  • লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।

২৬ জুলাই-

  • জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
  • বিকল্পধারা বাংলাদেশ
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • ন্যাশনাল পিপলস পার্টি

২৭ জুলাই সময় পেয়েছে-

  • বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি
  • জাকের পার্টি
  • কৃষক শ্রমিক জনতা লীগ

২৮ জুলাই রয়েছে-

  • গণফোরাম
  • বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ
  • বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

৩১ জুলাই তালিকায় আছে-

  • জাতীয় পার্টি-জাপা
  • বাংলাদেশ আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours