মঙ্গলবার(১৯ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। চলতি বোর্ডের এটি প্রথম এজিএম। দুপুর ১২টায় শুরু হয়ে যাওয়া এই এজিএমের গঠনতন্ত্রে এসেছে বেশ কিছু পরিবর্তন।
জানা গেছে, প্রতি বিভাগের কাউন্সিলররা মিলেই নিজেদের বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন সাজাবেন। কাউন্সিলরদের কাছে যে সংশোধিত গঠনতন্ত্র পাঠানো হয়েছে, সেখানে কয়েকটি সংশোধনী প্রস্তাব রয়েছে।
এদিন মূল সময়েই আগে একে একে কাওরান বাজারে অবস্থিত সোনারগাঁ হোটেলে উপস্থিত হতে থাকেন বিসিবির কাউন্সিলররা।
ঢাকার বাইরে থেকে আসা বেশ কয়েকজন কাউন্সিলর অবশ্য আগের রাতে একই হোটেলে ছিলেন। দুপুর ১২টায় সভাপতি নাজমুল হাসান পাপন সভাস্থলে উপস্থিত হলে শুরু হয় ক্রিকেট বোর্ডের নবম এজিএম।
+ There are no comments
Add yours