কোভিড-১৯ এর আক্রান্তের তীব্রতা কমে যাওয়ায় বুস্টার ডোজ নিতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কম। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘কোভিড টিকা কেন্দ্র’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মহাপরিচালক বলেন,
‘প্রথম ও দ্বিতীয় ডোজ যে নির্দিষ্ট জনগোষ্ঠীকে দেওয়া হয়েছে তাদের সবাইকে বুস্টার ডোজ দেওয়ায় খানিকটা পিছিয়ে আছি। আমাদের হিসাবে ১৭ শতাংশ মানুষকে এখন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয়েছে। আজ আমাদের লক্ষ্য দেশের একটি বড় জনসংখ্যাকে এই তৃতীয় ডোজ দেওয়া। যদি আমরা দিতে পারি তাহলে আমরা মনে করছি করোনার সংক্রমণের হারটাও অনেকটা কমে যাবে।’
তিনি বলেন,
‘বুস্টার ডোজে মানুষের আগ্রহ অনেক কম। তারা ঠিক আগের মতো আগ্রহ নিয়ে এই টিকা দিতে আসছে না। প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার পর আক্রান্তের হার কম এবং তীব্রতা কম, যে কারণে মানুষের মধ্যে ভয়টা নেই। সেই কারণে তাদের আগ্রহটাও কম। আমরা চেষ্টা করছি প্রচার-প্রসারের মাধ্যমে তাদের আগ্রহটা বাড়ানোর। আজ টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ না হলে কাল, পরশু এবং তার পরদিন টিকাদান চলবে।’
+ There are no comments
Add yours