মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে মুজিববর্ষ উদযাপন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিবেদন তুলে দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকার জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটি নামে দুটি কমিটি গঠন করেছিল। জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের বর্ণাঢ্য আয়োজন। বিশ্বব্যাপী করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিবেচনায় অনেক আয়োজন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হলেও সামগ্রিকভাবে দেশবাসীর সশ্রদ্ধ অংশগ্রহণ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শুভেচ্ছা বার্তা প্রেরণ এই আয়োজনকে বৈশ্বিক করে তুলেছিল।
+ There are no comments
Add yours