দুদকের নজরদারিতে সব পৌরসভা ও সিটি করপোরেশন

Estimated read time 1 min read
Ad1

দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশনসহ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (১৯ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান। দুদক সচিব বলেন, দেশের সব সিটি করপোরেশন কিংবা পৌরসভাসহ জনসেবা দেয় এমন যত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর সেবা প্রদানে কোনো ধরনের অনিয়ম বা নিয়মের ব্যত্যয় না ঘটে সে বিষয়ে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো গোয়েন্দা নজরদারি রাখছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৬ মার্চ প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাৎসহ কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

মামলার এজাহারে আসামি ইউসুফ আলী সরদারের দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৩ লাখ ১০ হাজার ৭৮৩ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours