নির্বাচনে ধর্মের অপব্যবহার নিষিদ্ধসহ গণতন্ত্রী পার্টির ৫ প্রস্তাব

Estimated read time 0 min read
Ad1

নির্বাচনে ধর্মের অপব্যবহার নিষিদ্ধসহ নির্বাচন কমিশনকে (ইসি) পাঁচ দফা প্রস্তাব দিয়েছে গণতন্ত্রী পার্টি।

বুধবার (২০ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসির সংলাপে অংশ নিয়ে দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন লিখিত প্রস্তাবগুলো দেন।

গণতন্ত্রী পার্টির প্রস্তাবগুলো হচ্ছে

  • সব দলের অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা অর্থাৎ ‘আমার ভোট আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব’ এই নীতির আলোকে নির্বাচন অনুষ্ঠান করা।
  • নির্বাচনে কালো টাকা, পেশীশক্তির ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা। এই প্রসঙ্গে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অধ্যায় ২ নির্বাচন কমিশন ৫ এর (২) ধারা অনুযায়ী সরকারের সব নির্বাহী কর্তৃপক্ষ কমিশনকে দায়িত্ব পালনে সহায়তা দেবে এবং এই উদ্দেশ্যে কমিশন রাষ্ট্রপতি, কমিশনের সঙ্গে পরামর্শক্রমে যা প্রয়োজন মনে করবে সে ধরনের নির্দেশনা জারি করতে পারবে’। এই বিধির আলোকে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনকালীন সময়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক করার জন্য কালো টাকা, পেশীশক্তি রোধ করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। সব কর্মকাণ্ড আমাদের পবিত্র সংবিধানের আলোকে হতে হবে।
  • নির্বাচনে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করতে হবে।
  • স্বাধীনতাবিরোধী কোনো রাজনৈতিক দল এবং যুদ্ধাপরাধী ব্যক্তি নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবে।
  • প্রতিটি ক্ষেত্রে ইভিএম এর মাধ্যমে নির্বাচন করা যেতে পারে। তবে এটি যেহেতু মেশিন, নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন, তাই কোনো অবস্থাতেই যাতে কেউ প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং না করতে পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে।
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours