শিক্ষার পরিবর্তন নয়, আমরা রূপান্তরের কথা ভাবছি। সারা বিশ্ব আজ বিশ্বাস করে, শিক্ষাকে রূপান্তর করতে হবে। সেই রূপান্তরের কাজ চলছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
একটি চক্র ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অপপ্রচার চালাতে সামাজিক যোগাযোগ মাধ্যমেকে ব্যাবহার করছে। তাদের বিরুদ্ধে আপনাদের (ছাত্রলীগ) সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হতে হবে।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours