সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রসিভা কমিটির সভায় ১ হাজার ৪০ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৩২ টাকা ব্যয়ে ১০ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২০ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বিস্ততারিত জানান।
সচিব বলেন, সরকারি ক্রয় প্রস্তাবগুলোর মধ্যে নৌপরবিহন মন্ত্রণালয়ের ৪টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।
মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিলের ব্যয় হবে ৭৪৮ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৪২২ টাকা। দেশীয় ব্যাংক ও বৈদেশিক অর্থায়নের ২৯১ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৮১০ টাকা পাওয়া যাবে।
+ There are no comments
Add yours