জামালপুরে ৩২টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Estimated read time 1 min read
Ad1

মুজিববর্ষের উপহার হিসেবে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (২১ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) শ্রাবস্তী রায় এসব তথ্য নিশ্চিত করেন। ঘর প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন গৃহহীন ২৬ হাজার ২২৯ টি পরিবারকে ৩য় পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান করবেন প্রধানমন্ত্রী। তাদের জন্য ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত, কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রস্তুত করা হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও উপজেলা নির্বাহী অফিসার (সদর) লিটুস লরেন্স চিরানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours