লঘু অপরাধের কারণে ৫২ মামলায় অভিযুক্ত ৬৫ শিশুকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য ছয় শর্তে মা-বাবার কাছে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আরেক রায়ে ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে ক্লান্ত ২৫ দম্পত্তিকে একসঙ্গে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দিয়েছেন।
এর আগে, কয়েক দফায় ১৪৫ মামলায় ২০০ জন শিশুকে মা-বাবার কাছে এবং ২২৫টি মামলা আপোষে নিষ্পত্তি করে দাম্পত্য শান্তি ফিরিয়ে দিয়েছিলেন এই আদালত।
সুনামগঞ্জে মারামারি ও সামান্য পরিমাণে মাদক বহনসহ লঘু অপরাধের কারণে ৫২টি মামলায় ৬৫ শিশুকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জড়ান হয়েছিল। এসব শিশুরা আদালতে নিয়মিত হাজিরা দিতে হত।
ওই ছয় শর্তে বলা হয়-
- বই পড়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা;
- কম্পিউটার প্রশিক্ষণ, হাস-মুরগি গবাধি পশু পালন এসি-টিভি মোবাইল সার্ভিসিং- এসবের যেকোনো একটি বিষয়ে কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ;
- প্রতিদিন দুইটি ভাল কাজ করে আদালতের দেওয়া ডায়েরিতে লিখে রাখা;
- প্রত্যেকে কমপক্ষে ২০টি করে গাছ লাগিয়ে পরিচর্চা করা;
- নিজ নিজ ধর্ম পালন করা এবং বাবা-মায়ের আদেশ নির্দেশ মেনে চলা;
- মাদক থেকে দূর থাকা ও ভবিষ্যতে অপরাধের সঙ্গে না জড়ান;
+ There are no comments
Add yours