এ সময় মহিউদ্দিন বলেন, ‘আমার ছয় দফা দাবির শুধু একটা অভিযোগের রায় হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। কিন্তু আমি চাই স্থায়ী সমাধান, টেকসই সমাধান। প্রতিটি মানুষের জন্য সুবিচার নিশ্চিত করতে চাই। ৪৮ ঘণ্টায় রেল কর্তৃপক্ষ দাবির বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেনি। তাদের আর কোনো সময় দেওয়া যাচ্ছে না। এবার হিসাব-নিকাশ করতে এসেছি।’
সর্বস্তরের জনগণকে রেলের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান মহিউদ্দিন। বলেন, ‘কালকের মধ্যে দেশের প্রতিটি স্টেশনে সবাই দাঁড়িয়ে যাবেন। সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। আপনাদের কোনো ভয় নেই। আদালত আমাকে ডেকেছেন, কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আদালত ডাকলে আমি অবশ্যই যাব।’
+ There are no comments
Add yours