চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে হয়েছে ১৭ দশমিক ৯৩ শতাংশ। বৃহস্পতিবার (২১ জুলাই) চট্টগ্রামে ৬৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
শুক্রবার (২২ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১২টি ল্যাবে ২২৩টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে আনোয়ারায় একজন, রাউজানে একজন, ফটিকছড়িতে ৪ জন ও হাটহাজারীর ৩ জন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৫২০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
+ There are no comments
Add yours