চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ মুহাম্মদ মিজান উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে শারজাহ থেকে আসা একটি এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন। শারজাহ থেকে একটি ফ্লাইটে আসা যাত্রী মো. মিজান উদ্দীনের গতিবিধি সন্দেহ করে পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সঙ্গে থাকা ছোট ব্যাগে স্বর্ণ আছে বলে স্বীকার করেন। পরে ব্যাগ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
+ There are no comments
Add yours