আন্তর্জাতিক বাংলা ডেস্ক:
বাঙালি জাতির গৌরব বাংলাদেশ সেনাবাহিনী। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সর্বাধিক সেনা সৈন্য প্রেরণ করে পৃথিবীর সবদেশ থেকে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন বাংলাদেশি সৈন্য শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন। এতে বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন।
১৯৭০ সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। ১৯৮৮ সালে প্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে বাংলাদেশ।
+ There are no comments
Add yours