পটিয়ায় শান্তি বাহিনীর প্রধান সোর্স পেয়ারু গ্রেফতার

Estimated read time 0 min read
পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
Ad1

পটিয়া পুলিশের বিশেষ অভিযানে শান্তিবাহিনী (জেএসএস) কমান্ডার ভাংচি মারমার পুত্র ওথায়প্র মারমার প্রধান সোর্স মো. পেয়ারু আলম ওরপে লক্ষীকে ৪৮০ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করেছে।

এসময় মদ বহনকারী সিএনজি ও চালককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রাজঘাটা ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

No description available.

গ্রেফতারকৃত পেয়ারু আলম লক্ষী(২৯) উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু আলমের পুত্র। এবং একই ইউনিয়নের আব্দুল জব্বার(৩০)। স্থানীয়রা জানান, পেয়ারু আলম ওরফে লক্ষী দীর্ঘদিন ধরে পাহাড়ি সন্ত্রাসীদের সোর্স হিসেবে কাজ করে আসছিল।

স্থানীয় বন মালিক ও ভিত্তশালীদের তথ্য পাঁচার করে তাদের থেকে মুক্তিপণ আদায়ে সহযোগিতা করে আসছিল। এছাড়াও সে উপজেলার বিভিন্ন জায়গায় মদ সরবরাহ ও অস্ত্র সরবরাহ করে আসছিল। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পেয়ারু আলমের বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন সময় অভিযোগ করে। অবশেষে আমরা তাকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও জানা গেছে তার সাথে পাহাড়ি সন্তাসীদের জোগসাজস রয়েছে।

তিনি আরো জানান, তার সাথে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours