মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে পরিবর্তন করে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ থেকেই ছুটিতে আছেন সাকিব আল হাসান। একই কারণে জিম্বাবুয়ে সিরিজেও খেলা হচ্ছে না তার। তাই যেহেতু সাকিব সহ দলের কোনো সিনিয়র এই সিরিজে নেই, তাই সোহানকে দলের দায়িত্ব দিয়েছে বিসিবি।
সোহানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন,
‘যেহেতু সিনিয়রররা কেউ নাই, আর আমরা তো দেখেছি সোহান মাঠে কিভাবে নেতৃত্ব দেয় দলকে। তো ওই সব দেখে আমরা মনে করছি যে এখন সোহানই ভালো অপশন হবে এই ফরম্যাটের নেতৃত্ব দেয়ার জন্য।’
টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। একই ভেন্যুতে, সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের মত এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।
+ There are no comments
Add yours