যারা বেশি সন্তান নিতে চান তাদের মুসলিম সংখ্যালঘু দেশগুলোতে যাওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল। বিশ্ব জনসংখ্যা দিবসের একটি অনুষ্ঠানে পাকিস্তানের জনসংখ্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমন পরামর্শ দেন তিনি।
জনসংখ্যা নিয়ে প্রকাশিত জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস ২০২২-এ বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাস নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি।
একই প্রতিবেদনে বলা হয় যে, ভারত আগামী বছর সর্বাধিক জনসংখ্যার দেশের তালিকায় শীর্ষে থাকবে এবং চীন দ্বিতীয় স্থানে থাকবে। আর ২০৫০ সালে পাকিস্তানের জনসংখ্যা ৩৬ কোটির বেশি হবে।
পাকিস্তানের সংসদ সদস্য সামিনা মমতাজ জাহারি এক অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সামিনা বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সদস্য।
তিনি বলছেন, পরিসংখ্যান অনুযায়ী, আয়তনের দিক থেকে পাকিস্তান বিশ্বের ৩৩তম বৃহত্তম দেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। পাকিস্তানে সম্পদের বিশাল ঘাটতি রয়েছে। দেশের সব নাগরিক এ সম্পদ ব্যবহার করতে পারছেন না।
বিশ্বব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২২ কোটি ৫২ লাখ। এর মধ্যে ১১ কোটি ৫৮ লাখের বেশি পুরুষ আর ১০ কোটি ৯৩ লাখের বেশি নারী।
জাতিসংঘের প্রতিবেদন ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’ অনুসারে, ২০৫০ সালের মধ্যে পাকিস্তানের জনসংখ্যা ৫৬ শতাংশ বৃদ্ধি পাবে এবং ৩৬ কোটি ছাড়িয়ে যাবে।
+ There are no comments
Add yours