চট্টগ্রাম ব্যুরো:
পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দামে লাগাম টানতে সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল কার্যক্রম।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে নগরের ১০টি পয়েন্টে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে (টিসিবি)। তবে এ কার্যক্রম ভোক্তা পর্যায়েবাস্তবায়ন হচ্ছে।
চট্টগ্রাম নগরীর জামালখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতারা টিসিবির পেঁয়াজসহ বিভিন্ন ভোগ্যপণ্য কিনতে দেখা গেছে।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, ১০টি ট্রাকে ২০০ কেজি পেঁয়াজ, ৬০০ কেজি চিনি, ৫০০ কেজি মশুর ডাল ও ৭০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে।
ভোক্তা পর্যায়ে চিনি ৫০ টাকা, মশুর ৫০ টাকা ও তেল ৮০ টাকা বিক্রি হবে। ৩০ টাকার পেঁয়াজ জনপ্রতি ২ কেজি দেওয়া হবে।
বন্দর, কাস্টম মোড়, এনায়েত বাজার, জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাব, অলংকার মোড়, দামপাড়া, বিডিআর হল, মুরাদপুর, কোতোয়ালী মোড়, আগ্রাবাদ এলাকায় টিসিবির ট্রাক রয়েছে বলে জানান তিনি।
+ There are no comments
Add yours