অবৈধ বালু উত্তোলন গুড়িয়ে দিল প্রশাসন

Estimated read time 0 min read
নুরুল আবছার নূরী
Ad1

ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে ছয় হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালি এলাকায় ধুরুং খালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

জানা যায়, বুধবার দুপুরে ইউনিয়নের বেড়াজালি এলাকায় ধুরুং খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঐ স্থানে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন, ড্রেজিংয়ের পাইপসহ প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টীম। এদিকে, উক্ত এলাকায় দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন করায় খাল যেমন বার বার ভাঙ্গনের মূখে পড়ছে, তেমনি ভাবে রাস্তা গুলো চলাচলের অযোগ্য হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। বালু মহালে প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান গৌতম সেবক বড়ুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে সহকারী কমিশন ভূমি এটি এম কামরুল ইসলাম খবর বাংলার প্রতিনিধিকে জানান। উল্লেখ্য উপজেলার পাইন্দং ও কাঞ্চননগর এলাকায় ধুরুং খালের বিভিন্ন স্পটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় প্রভাবশালী একাধিক চক্র।

খালে ড্রেজার মেশিন বসিয়ে দিনের পর দিন অবৈধ ভাবে বালু উত্তোলন করায় প্রতিবছর এসব এলাকা খাল ভাঙনের কবলে পড়ে। যার ফলে হুমকির মুখে পড়ে মানুষের ঘর বাড়ি ও ফসলি জমি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours