ফেসবুকে নারী ইউজারের সংখ্যা কমছে একইসাথে কারণ হিসেবে এর নিন্দনীয় সত্যি উল্লেখ করেছে রয়টার্স।
আমেরিকান সংবাদ সংস্থাটির দাবি, পুরুষশাসিত সমাজের মতোই সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকও পুরুষশাসিত হয়ে উঠেছে। নগ্ন ভিডিওর কারণে অনেক নারীই ক্ষুব্ধ হয়ে ফেসবুক ছাড়ছেন।
এ ছাড়া অ্যাপের নকশা এবং সাইন আপের জটিলতার কারণেও অনেক নারীই আগ্রহ হারিয়ে ফেলছেন ফেসবুকের ব্যাপারে। যার কারণে ভারতে ফেসবুকের নারী ইউজার কমেছে। যারা মূলত ভিডিও কনটেন্ট পছন্দ করেন, তাদের কাছেও ক্রমেই কমছে ফেসবুকের গ্রহণযোগ্যতা।
বর্তমানে ফেসবুকের ভারতে ইউজার সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক। তবুও ভারতে আরও ফেসবুক ইউজার সংখ্যা বাড়াতে চাচ্ছে মার্ক জাকারবার্গের সংস্থাটি। এমন সময় রয়টার্সের এমন তথ্যের প্রতিবেদন ফেসবুকে কতটুকু প্রভাব ফেলবে, তা শুধু সময়ই বলতে পারে।
+ There are no comments
Add yours