পশ্চিমবঙ্গের বনগাঁর গুনারমাথ গ্রামের সীমান্ত এলাকা থেকে ২১ কোটির টাকার বেশি মূল্যের প্রায় সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গুনারমাথ সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় চোরাকারবারীদের আন্তঃসীমান্ত গতিবিধির গোপন গোয়েন্দা তথ্য পেয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ১৫৮ ব্যাটালিয়ন বৃহস্পতিবার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪১ দশমিক ৪৯ কেজি সোনা উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাটির এটিই এযাবৎকালের সবচেয়ে বড় সোনা উদ্ধারের ঘটনা।
বিএসএফ বলছে, ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ জব্দ করা হয়েছে যেগুলা থেকে ৩২১টি সোনার বিস্কুট, চারটি সোনার বার ও একটি সোনার মুদ্রা এবং চারটি মোবাইল ফোন, প্যাকিং সামগ্রী ও বাংলাদেশি সংবাদপত্র উদ্ধার করা হয়।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি অমেরিশ আর্য বলেছেন, ‘পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে এটিই সবচেয়ে বড় সোনা উদ্ধারের ঘটনা। বাংলাদেশের চোরাকারবারীদের কাছ থেকে চালানটি আনা হয়েছিল এবং ভারতীয় সহযোগীরা তাদের সহায়তা করেছে। আমরা এখনও তদন্ত করছি।’
+ There are no comments
Add yours