গত চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.৫৫ শতাংশ।শনিবার (২৩ জুলাই) চট্টগ্রামে ১৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
রোববার (২৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সিভিল সার্জন বলেন, ১০টি ল্যাবে ২৯৫টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ জন নগরের বাসিন্দা।
বাকিদের মধ্যে পটিয়ায় একজন, বোয়ালখালীতে একজন, রাউজানে ২, ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের একজন করে রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৫৬৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
+ There are no comments
Add yours