শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সেই সাথে মো মিজান উদ্দীন নামের এক যাত্রীকে আটক করা করা হয়।
শারজাহ থেকে উক্ত যাত্রী স্বর্ণবার গুলো চট্টগ্রামে নিয়ে আসেন। কাঞ্চননগর মানিকপুর গ্রামের নুর আহমদের ছেলে। শুক্রবার (২২ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। জানা গেছে, শারজাহ্ থেকে সকাল সাড়ে ৭ টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইট জি ৯ -৫২৬ এর যাত্রী থেকে উক্ত স্বর্ণের বার গুলো উদ্ধার হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, যাত্রী মো. মিজান উদ্দীন Passport NO- EH0165048 গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখেন। যাত্রী ফোনালাপ করতে করতে ওয়াশরুমে দিকে যাওয়ার সময় জিজ্ঞেসাবাদ করা হয়। এতে তার হাতে রক্ষিত ছোট ব্যাগ টি লুকানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে থাকা স্বর্ণ বার গুলো ছোট মানিব্যাগ সদৃশ ব্যাগে লুকায়িত থাকার কথা স্বীকার করেন।
উক্ত যাত্রীর কাছ থেকে কাস্টমস গোয়েন্দা ১২ টি স্বর্ণেরবার মোট ১৩৯৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
+ There are no comments
Add yours