সংসদ নির্বাচন একটি কঠিন ও জটিল কর্মযজ্ঞ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সবার আন্তরিকতা থাকলে এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞ অসাধ্য নয়।’
রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ সব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য ইসির একটি প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনারও এ সংলাপে উপস্থিত ছিলেন।
সিইসি আরও বলেন, ‘কমিশন তার দায়িত্ব ও ক্ষমতা সংবিধান, আইন ও বিধির আলোকে প্রয়োগ করবে। আপনারা আমাদের যে দায়িত্বের কথা বলেছেন, সেগুলো আমরা প্রয়োগ করবে ইনশাআল্লাহ। আপনাদের লিখিত, মৌখিক মতামত পেয়েছি। এটি আমরা পরবর্তীতে অবশ্যই পর্যালোচনা ও বিবেচনা করব।’
+ There are no comments
Add yours