বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমেছে।
রোববার (২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক কমেছে ৭৪ পয়েন্ট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৬০ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে। ফলে ঈদ পরবর্তী টানা নয় কর্মদিবসই দরপতন হলো পুঁজিবাজারে। টানা দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।
আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে- মতিন স্পিনিং, কেডিএস এক্সেসরিজ, প্রাইম টেক্সটাইল, ফরচুন সুজ, সাফকো স্পিনিং, সোনালী পেপার, ন্যাশনাল ব্যাংক, শাইনপুকুর সিরামিক এবং ইন্ট্রাকো লিমিটেড।
+ There are no comments
Add yours