এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বনায়নের যে লক্ষ্য তা অর্জনে ২০৩০ সাল পর্যন্ত পাহাড় ও বনের গাছ না কাটার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
উল্লেখ্য, দেশে বর্তমানে বনের পরিমাণ ১৪.২ শতাংশ। প্রয়োজন ২৫ শতাংশ বনায়ন।
রোববার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে বন অধিদপ্তর আয়োজিত ‘জাতীয় বৃক্ষমেলা ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯ ও ২০২০’ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক, নির্বাচিত স্টল মালিকদের এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগের ব্যবহারের জন্য সবাইকে আগ্রহী হতে হবে। এছাড়াও টিলা কাটা ও নদীভরাট বন্ধ করে বৃক্ষরোপণের জন্যও সবার সহযোগিতা প্রত্যাশা করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।
এবারের জাতীয় বৃক্ষমেলায় মোট স্টল ছিল ১১০টি। যার মধ্য ৮০টি স্টলে ৬৩টি ব্যক্তি মালিকানাধীন নার্সারি, ১৫টি স্টলে ৩৮টি সরকারি প্রতিষ্ঠান, ৬টি স্টলে চারটি বেসরকারি সংস্থা এবং ৯টি স্টলে দুটি অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এ বছর বৃক্ষমেলায় মোট ১২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ২৪২ টাকার চারা বিক্রি হয়। এবার জাতীয় বৃক্ষমেলায় মোট বিক্রিত চারার সংখ্যা এবং বিক্রি মূল্য আগের যেকোনো বছরের তুলনায় বেশি।
+ There are no comments
Add yours