নুরুল আবছার নূরী
ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথ উদ্দ্যাগে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ ২৩ জুলাই মাইকিং প্রচার,সাংবাদিকদের সাথে মতবিনিময়, ২৪জুলাই র্যলী,আলোচনা সভা,উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা,ও শ্রষ্ঠ চাসীদের মাঝে পুষ্কার বিতরণ,২৫জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীও মৎস্য জীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ ওূরৃবক মতবিনিময়, ২৬জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্টপরিচালনা করা,২৭জুলাই গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীও মৎস্য জীবীদের সাথে বিশেষ পরামর্শ দেওয়া,২৮জুলাই প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা,২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২এর মূল্যায়নওসমাপনি অনুষ্ঠানের আয়োজন করা।
আজ ২৪জুলাই সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাব্বির রহমান সানির সভাপতিত্ব আলোচনা সভা অনুস্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।স্বগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান। বুলবুল আাহমদের সঞ্চলনায় অন্যান্যদের বক্তব্য রাখেন মৎস্যলীগের আহবায়ক ও মৎস্য চাষী মুহাম্মদ মিনহাজুল ইসলাম জসিম বীর মুক্তিযোদ্ধা ও মৎস্য চাষী মুহাম্মদ শামসুল আলম।উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মৎস্য চাষী ওমৎসীজীবীগণ শেষে ৩ জন মৎস্য চাষীকে শ্রেষ্ঠ চাষী হিসাবে পুষ্কার ওসনদ প্রদান করা হয়।
+ There are no comments
Add yours