সামষ্টিক সংকটে জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে

Estimated read time 1 min read
Ad1

দেশের সামষ্টিক পরিস্থিতি সংকটের মধ্যে আছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। জনগণকেও অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে।

রোববার (২৪ জুলাই) ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ : কতটা ঝুঁকিপূর্ণ?’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে প্রবীণ অর্থনীতিবিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এসব কথা বলেন।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম অনুষ্ঠান সঞ্চালনা করেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম তামিম ও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান আলোচনায় অংশ নেন।

অন্যদিকে, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ডলার কীভাবে কম খরচ করতে হয়, সেটাও দেখতে হবে।

আমাদের আমদানি প্রতিস্থাপক কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা যদি আমদানি কমাতে পারি, এক ডলার যদি সেফ (সঞ্চয়) মানেই এখন আয় করা। সুতরাং আমাদের সেদিকে নজর দিতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। দেশে যেকোনো সময়ে উৎপাদন কমে যেতে পারে। আন্তর্জাতিকভাবে গ্যাস ও তেল আমদানি নিয়ে সংকট তৈরি হতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে থেকেই আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেশি ছিল। যুদ্ধের কারণে দাম আরও বেড়েছে। ইউরোপ এখন রাশিয়ার ওপর থেকে গ্যাস নির্ভরতা কমাচ্ছে। এ জন্য সারা বিশ্বে যত জায়গায় যত গ্যাস আছে, তা নিতে ইউরোপ হাত বাড়াবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours