ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক ও গুগলের সহ-প্রতিষ্ঠাতা টেক-জায়ান্ট সের্গেই ব্রিনের সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের সঙ্গে মাস্ক অবৈধ সম্পর্কে জড়ানোর কারণে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের অবসান ঘটেছে। মাস্কের সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রী নিকোল শানাহানের সঙ্গে ডিভোর্সের আবেদনও করেছেন সের্গেই।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য সামনে এনেছে বলে সোমবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
এ বিষয়ে টুইটারে মাস্ক জানিয়েছেন, নিকোলের সঙ্গে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই তার। মূলত মাস্কের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল সের্গেইয়ের। তবে স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে সেই বন্ধুত্বেও চিড় ধরেছে।
ওই সংবাদপত্রে লেখা হয়েছে, সের্গেই যা কিছু বিনিয়োগ করেছিলেন টেসলাতে, সমস্ত শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কত পরিমাণ শেয়ার রয়েছে, তা জানা যায়নি। শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সেই তথ্যও পাওয়া যায়নি।
ইলন মাস্ক ও সের্গেই ব্রিনের বন্ধুত্ব দীর্ঘদিনের। টেসলার গাড়ি প্রথম বাজারে আসার পর যাদের তা ব্যবহার করার জন্য প্রথম দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্যতম হলেন সের্গেই। ২০০৮ সালে আর্থিক মন্দার সময়ে আবার সের্গেই ইলন মাস্ককে ৫ লাখ ডলার দিয়েছিলেন টেসলা সংস্থাকে টিকিয়ে রাখার জন্য।
+ There are no comments
Add yours