চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হেনস্তার শিকার ছাত্রীর তথ্যে ভুল থাকায় ঘটনায় জড়িতদের শনাক্ত করতে দেরি হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
প্রক্টর বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী তার অভিযোগে প্রথমে বলেছিল যে তাকে প্রীতিলতা হলের পাশ থেকে অভিযুক্তরা টেনেহিঁচড়ে আড়ালে নিয়ে যায়। কিন্তু তদন্ত চলাকালে সে জানিয়েছে, ফজিলাতুন্নেছা মুজিব হলের পেছনের গলি বা ছোট রাস্তার পাশে ফাঁকা জায়গায় বন্ধুসহ বসেছিল। পরে সেখানে গিয়ে অভিযুক্তরা তাদের মারধর ও অশ্লীল ভিডিও ধারণ করে।
প্রসঙ্গত, রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতার হলের পাশে এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে অজ্ঞাত পাঁচ যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের দুজন চবি ও বাকিরা হাটহাজারী কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় জড়িত চবির দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন।
বহিষ্কৃত দুইজন হলেন- ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২)
+ There are no comments
Add yours