
মাত্র ৫০ সেকেন্ডের একটি দৃশ্যের জন্য তার কাছে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নাট্যনির্মাতা অনন্য ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট’।
নাটকটির নাম ‘শেষ গল্পটা তুমিই’। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণের অভিনয়ে এই নাটক গত ভালোবাসা দিবসে এটি টিভি চ্যানেলে প্রচারিত হয় ও মার্চে উন্মুক্ত হয় ইউটিউবে।
নাটকটির ১৫ মিনিট ৭ সেকেন্ডের পর দেখা যায়, তৌসিফ একটি খাঁচাবন্দি টিয়া পাখিকে খাবার দিচ্ছে আর কথা বলছে তার মা-বোনের সঙ্গে। এই খাঁচাবন্দি টিয়া পাখির জন্যই বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা।
মামলার নথিতে বলা হয়েছে, “বন্য প্রাণীকে খাঁচাবন্দি করা, বেচাকেনা করা, প্রদর্শন করা বা এ জাতীয় অপরাধ সংঘটনে সহায়তা করা, প্ররোচনা প্রদান ইত্যাদি ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ‘সিডি চয়েস ড্রামা’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটিতে খাঁচাবন্দি বন্য প্রাণী প্রদর্শন প্রচলিত আইনে অপরাধ এবং অন্যদেরও সেই অপরাধ করতে উৎসাহিত করছে।”
১৫ টাকার ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য নেই জানিয়ে অনন্য ইমন বলেছেন, ‘নাটকটির বাজেট সাড়ে ৫ লাখ টাকা। এই অল্প টাকা লগ্নি করার পর এত বড় পরিমাণ জরিমানা হলে প্রযোজকসহ সবাই খুবই ক্ষতিগ্রস্ত হবেন। আমার সবকিছু বিক্রি করলেও এটি পরিশোধ হবে না।’
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours