
জ্বালানি সংকট আরও বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবিলা করা যাবে।’
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এছাড়া বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন করতে গেলে চা খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনে প্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক, থাকুক।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজও বলেছেন, আমাদের এগুলো মেইনটেইন করতে হবে, কৃচ্ছসাধন করতে হবে। সবাইকে তিনি এ কথা বলে দিয়েছেন। কারণ সংকটটা যদি আরও খারাপ দিকে যায় তখন তো আমাদেরও সেজন্য প্রস্তুত থাকতে হবে। উই হ্যাভ টু ওভার কাম, বলেন ওবায়দুল কাদের।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours