চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় আরও চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।
সোমবার (২৫ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান এসব তথ্য জানিয়েছেন।
এ সাথে যৌন নিপীড়ন সেলে থাকা আরও দুই অভিযোগের সুরাহা করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন-
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জান্নাতুল ইসলাম রুবেল
- আরবি বিভাগের জুনায়েদ আহমেদ
- দর্শন বিভাগের ইমন আহম্মেদ ও রাকিব হাসান রাজু
তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী হিসেবে পরিচিত।
তিনি বলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্তদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্রী হেনস্তার শিকার হয়েছিলেন।
+ There are no comments
Add yours