ভিআইপি প্রথা বাতিল করার দাবি জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। সোমবার (২৫ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় তিনি এ দাবি জানান।
আ স ম আবদুর রব বলেন, শুধুমাত্র রাষ্ট্রব্যবস্থার অনিবার্য প্রয়োজনে ‘রাষ্ট্রপতি’ এবং ‘প্রধানমন্ত্রী’ ছাড়া সব ভিআইপি প্রথা বাতিল করতে হবে। কথায় কথায় ভিআইপি প্রটোকল, রাস্তাঘাটে ভিআইপি নামে ট্রাফিক আইন লঙ্ঘন, বিভিন্ন অনুষ্ঠানে ভিআইপি প্রটোকলের নামে নাগরিকদের হেনস্থা, রাজকীয় ভাবসাব এবং বাড়াবাড়ি বাংলাদেশে চিরতরে বন্ধ হওয়া উচিত। ভিআইপির যাতাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখা এবং অর্থ ও সময় অপচয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।
আলোচনায় অংশ নেন জার্মান প্রবাসী হারুন অর রশিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সরোয়ার ও সামছুদ্দীন আহমেদ শামীম প্রমুখ।
+ There are no comments
Add yours