পরীক্ষার কারণে ছাত্রলীগ পরিচালিত গেস্টরুমে উপস্থিত থাকতে না পারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ওই হলের ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
রোববার (২৪ জুলাই) রাত ১১টার দিকে হলের ১৭৭নং কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত হল প্রভোস্টের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. শিপন মিয়া। তিনি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা শঙ্কায় হলের বাইরে অবস্থান করছেন ওই শিক্ষার্থী।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম ইয়াসির আরাফাত প্লাবন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্টzবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্লাবন হল শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং হল সভাপতি তানভীর শিকদারের অনুসারী।
এ বিষয়ে ভারপ্রাপ্ত হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) একটা সভা ডেকেছি। সেখানে আলোচনা করে একটা তদন্ত কমিটি করা হবে। ওই আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours