পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইভিএমএ ভোট গ্রহণ-প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেলের বক্তব্যসহ বিভিন্ন নেতার বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে এ সিদ্ধান্ত নেয় ইসি।
নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের উপনির্বাচনে ইভিএমএ ভোট প্রদান নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিভিন্ন ধরনের বক্তব্য ভাইরাল হয় এবং বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে বিষয়টি ইসির নজরে আসে। এ কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। এখন আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
এর আগে ২৩ জুলাই (শনিবার) আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম ফারুকের পক্ষে উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়েদুল হক রাসেল বলেছিলেন, ‘ভোট হবে ইভিএমে। কে কোথায় ভোট দিবেন তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশনেরও কিছু নেই।’
তিনটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। বাউফলে তোলপাড় সৃষ্টি হয়। নির্বাচনপদ্ধতি ও ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে।
প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই এ নির্বাচন হওয়ার নির্ধারিত তারিখ ছিল। এর আগে গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
+ There are no comments
Add yours