আগামী সংসদ নির্বাচন ইভিএমে : সালমান

Estimated read time 1 min read
Ad1

আগামী সংসদ নির্বাচন ইভিএমে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, স্থানীয় নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে হয়েছে। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে করা হবে।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেমিনারটির আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিনিয়োগ আকর্ষণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্লুমবার্গ এল.পি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এক সেমিনারের আয়োজন করেছে। ‘জাতীয় ব্র্যান্ডিং: বিশ্বব্যাপী নতুন প্রতিভা ও বিনিয়োগের আকর্ষণ’ শীর্ষক এই সেমিনার সোমবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লুমবার্গের আঞ্চলিক কৌশলের প্রধান অ্যান্ড্রু বগস। সাথে ছিল প্যানেল আলোচনাও। এছাড়া অনুষ্ঠানে সরকারি, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা যোগ দেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours