নারীরা এগিয়েছে, দেশে এখন পুরুষদের কোটা দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীদের জন্য ইনভেস্ট হলো স্মার্ট ইকোনমিক্স। তারপরও বৈষম্য থেকেই যায়।
সোমবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে মালালা ফাউন্ডেশনের উদ্যোগে এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারী শিক্ষায় আমরা অনেক এগিয়ে আছি। একটা সময় নারী শিক্ষায় ৩০ শতাংশ কোটা ছিল। তারা পিছিয়ে ছিল বলে কোটার মাধ্যমে তাদের সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে গত কয়েক বছরে কোটা ছাড়াই নারীরা পুরুষদের চেয়ে এগিয়ে আছে। তাই এখন পুরুষদের কোটা দেওয়ার সময় এসেছে।
শিক্ষামন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকা চাঁদপুরে অনেক চর আছে। বর্ষাকালে বিশাল ঢেউয়ের কারণে পদ্মা-মেঘনার এ চরে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতা। দেশের সব হাওর ও চর এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের জন্য ফ্লেক্সিবল একটা স্কুল ক্যালেন্ডার করা যেতে পারে। খুব শিগগিরই এই বিষয়টি নিয়ে বসব আমরা।
মালালা ফাউন্ডেশনের বাংলাদেশি প্রতিনিধি মোশাররফ হোসেন তানসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) প্রধান ড. মঞ্জুর আহমেদ, ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান ও মালালা ফাউন্ডেশনের গ্লোবাল প্রোগ্রাম ডিরেক্টর ইসা মিয়া।
+ There are no comments
Add yours